শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:০৭,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ২৯৭ বার পঠিত
শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক,
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে ২০০০ সালের নভেম্বরে। এখন পর্যন্ত ৯৮টি টেস্ট ম্যাচ খেলে আটটিতে জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশ ড্র করেছে ১৫টিতে। আর হেরেছে ৭৫টিতে।
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ মার্চ। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১৫ মার্চ। দ্বিতীয় ম্যচটির মাধ্যমেই শততম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
টেস্ট খেলুড়ে দশটি দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ দল হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলবে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তারা খেলেছে ৯৮৩টি। এরপর রয়েছে অস্ট্রেলিয়া। তারা খেলেছে ৭৯৭টি। ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫২০টি।
বাকি দলগুলোর মধ্যে ভারত ৫০৮টি, নিউজিল্যান্ড ৪১৯টি, দক্ষিণ আফ্রিকা ৪০৮টি, পাকিস্তান ৪০৭টি, শ্রীলঙ্কা ২৫৬টি ও জিম্বাবুয়ে ১০১টি টেস্ট ম্যাচ খেলেছে।
শ্রীলঙ্কা সফরে টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। টেস্ট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২৫, ২৮ মার্চ ও ১ এপ্রিল। টি-টোয়েন্টি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ৪ ও ৬ এপ্রিল।