ঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:১৯,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
ক্রীড়া প্রতিবেদক,
আর মাত্র ১০০ দিন। এরপরেই ইংল্যান্ড ও ওয়েলসে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির জমকালো আসর। এরই মধ্যে ঠিক হয়ে গেছে অংশগ্রহণকারী দেশগুলোতে ট্রপি ভ্রমণের দিনক্ষণ।
১৮ মার্চ লাল-সবুজের বাংলাদেশে আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশসহ মোট আট দেশের ১৯টি শহর ঘুরবে ট্রপিটা।
বাংলাদেশে আসার পর মোট চারদিন চ্যাম্পিয়ন্স ট্রপি দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ১৮-২১ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনের জন্য রাখা হবে যমুনা ফিউচার পার্কে।
এর আগে সব ট্রফি প্রদর্শনীর ভেন্যু হিসেবে ব্যবহৃত হত ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলকে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রপি বসুন্ধরা সিটি রাখা হবে না।