শ্রীলঙ্কাকে হারানোর ‘বিশেষ’ সুযোগ মনে করছেন মুশফিক
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:২১,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
ক্রীড়া প্রতিবেদক,
শ্রীলঙ্কা ক্রিকেটের সেই সেরা সময় এখন আর নেই। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারার অবসরের পর থেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে লঙ্কান ক্রিকেটকে। বাংলাদেশের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলঙ্কার মাটিতে ভালো করার এই তো সুযোগ।
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জেতার এটাই উপযুক্ত সময়।৫ দিনের ম্যাচে এ দ্বীপরাষ্ট্রটিকে এখনও পর্যন্ত হারাতে পারেনি বাংলাদেশ। তবে এবার শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জেতার ভালো সম্ভাবনা দেখছেন তিনি।
রবিবার মিরপুরে সাংবাদিকদের মুশফিক বলেন,‘ওদের সেরা ক্রিকেটারদের কেউ কেউ নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও নেই। হয়তো ওরাও চাপে থাকবে এই ভেবে যে, বাংলাদেশ এখন আর আগের সেই অবস্থানে নেই। বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক পরিপক্ক ।আগের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলছে। সেদিক থেকে বললো, এবার অবশ্যই সেরা সুযোগ।’
তবে সেরা দল না হলেও শ্রীলঙ্কাকে হারানো খুব সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। কারণ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা সবসময়ই কঠিন দল। ওদের মাটিতে জয় পেতে সেরা পারফরম্যান্সের বিকল্প নেই বলে মনে করছেন তিনি। মুশফিক বলেন,‘আমাদের ভুলে গেলে চলবে না, খেলাটি তাদের মাঠে। সব কিছু নির্ভর করছে আমরা আমাদের সেরাটা কতটুকু দিতে পারি তার উপর। যদি আমরা আমাদের সেরাটি দিতে পারি তাহলে অবশ্যই ভালো ফলাফল আসবে।’
বাংলাদেশ দলের কোচিং স্টাফদের তিন জনই শ্রীলঙ্কান।তারা হলেন প্রধান কোচ হাথুরাসিংহে, ব্যাটিং কোচ সামরাবিরা ও ট্রেনার মারিও ভিল্লাভারন।এদের কাছ থেকে সেখানকার অনেক কিছুরই স্পষ্ট ধারণা পাওয়া গেছে বলেন জানালেন মুশফিক। আর এটা ভালো করার জন্য যথেষ্ঠ কাজে দিবে বলে মনে করেন তিনি। মুশফিক বলেন,‘আমাদের কোচিং স্টাফ শ্রীলঙ্কান, তাদের কাছ থেকেও আমরা অনেক তথ্য নিয়েছি। আশা করছি সেটাও আমাদের কাজে দেবে।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার শ্রীলঙ্কা রওনা হচ্ছে বাংলাদেশ দল। ৭ তারিখ গলে হবে প্রথম টেস্ট। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।