সুনামগঞ্জের ছাতকে কওমি মাদরাসা ছাত্রদের মাহফিলে হামলা
প্রকাশিত হয়েছে : ৮:০৯:৪৩,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৪৮৫৯ বার পঠিত
সুনামগঞ্জের ছাতকে গত ২৬ ফেব্রুয়ারি থেকে খাদিমুল ইসলাম পরিষদের ব্যানারে স্থানীয় বিভিন্ন কওমি মাদরাসার ছাত্রদের দ্বারা আয়োজিত তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিলে ফুলতলি পন্থী স্থানীয় জালালিয়া আলীম মাদ্রসার ছাত্ররা আজ দুপুর ২টায় হামলা চালায়।
হামলায় মাহফিলের প্যান্ডেলের অর্ধাংশ ভেঙ্গে দেয়া হয়েছে এবং দুই পক্ষের অর্ধশত মানুষ আহত হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, শহরের বাসস্টেশন সংলগ্ন আবুল মহসিন বট মিয়া মাঠে দুপুর ২টা থেকে প্রায় দুই ঘণ্টা এ সংঘর্ষ চলে।
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সুপার জানান, খাদিমুল ইসলাম পরিষদের ব্যানারে গত ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনের ওয়াজ মাহফিলের আয়োজন করে স্থানীয় বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা। তবে সকালে জালালিয়া মাদ্রাসার ছাত্ররা ওয়াজ মাহফিলে ঢিল ছুঁড়ে মারলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।”
পুলিশ সুপার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ১০ রাউন্ড কাঁদুনে গ্যাস ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে