‘স্টার’ ছেড়ে যাচ্ছে ইন্ডিয়াকে
প্রকাশিত হয়েছে : ১২:২৩:০৫,অপরাহ্ন ০১ মার্চ ২০১৭ | সংবাদটি ৩১৮ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে বিধ্বস্ত টিম ইন্ডিয়া এখন টালমাটাল। তাদের আরো একটা ধাক্কা দিতে চলেছে ‘স্টার’।
বিরাট কোহলিদের জার্সির পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়াচ্ছে খেলার সম্প্রচারক প্রতিষ্ঠানটি। ভারতীয় বোর্ডের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত। সুযোগ থাকার পরও চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারতীয় বোর্ডে চলা অস্থিরতার জন্যই আগ্রহ হারিয়েছে স্টার।
স্টার ইন্ডিয়ার সিইও উদয় শঙ্কর এর বরাত দিয়ে ভারতে বেশকয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ভারতের জার্সিতে স্টার ইন্ডিয়ার লোগো সত্যিই গর্ব করার মত ব্যপার। কিন্তু সাম্প্রতিক সময়ের অনিশ্চয়তাগুলো স্টারকে পরবর্তী নিলামে অংশ নেয়ার জন্য অনাগ্রহী করে তুলেছে। আইসিসি ও বিসিসিআই এর মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে যথেষ্ঠ স্বচ্ছতার ঘাটতি থাকায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এসব নিয়ে না ভেবে কোহলিরা মগ্ন অস্ট্রেলিয়াকে হারানোর ছক কষতে। অস্ট্রেলিয়াও পরিকল্পনা করছে নিজেদের মত। অসি পেসার মিশেল স্টার্ক জানিয়েছেন, ‘আমরা জানি প্রবলভাবে ফিরে আসবে কোহলি। ও নিজের ছন্দে ফিরলে উদ্বিগ্ন হবে সবাই।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।