সাঙ্গাকারা না থাকলেও রণকৌশল সাজাতে হবে সাকিবদের
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:২৫,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৭ | সংবাদটি ২৯০ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা শুরু করে বাংলাদেশ। মোট ১৬টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। এর মধ্যে কুমার সাঙ্গাকারা খেলেছেন ১৫টি ম্যাচ। পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশকে সবচেয়ে বেশি ‘ভুগিয়েছেন’ শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। তার ব্যাট হাতে জ্বলে উঠা মানেই শ্রীলঙ্কার রানের পাহাড়।
১৫ টেস্টে ২১ ইনিংসে কুমার সাঙ্গাকারার রান ১৮১৬। ৭টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৭টি হাফ-সেঞ্চুরির ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ২৪ ইনিংসে শ্রীলঙ্কার রান ৯৫৮৬। গড় রান ৩৯৯.৪১। সেখানে সাঙ্গাকারার একার রান ১৮১৬ ও গড় রান ৯৫.৫৭। অর্থ্যাৎ মোট রানের তিন ভাগের প্রায় এক ভাগ করেছেন সাঙ্গাকারা। বাকি ১০ লঙ্কান ক্রিকেটারের অবদান মাত্র দুই ভাগ!
বাংলাদেশের বিপক্ষে একটি ট্রিপলসহ তিনটি ডাবল সেঞ্চুরি সাঙ্গাকারার। অবসরের আগে বাংলাদেশের বিপক্ষে শেষ ইনিংসে রান ১০৫। দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের ইনিংস খেলার আগে প্রথম ইনিংসে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ৩১৯ রানের ইনিংস।
আবারও টেস্ট ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কিন্তু ১২ বছরের পরিচিত সেই মুখটি এবার বাংলাদেশের বিপক্ষে নেই! কুমার সাঙ্গাকারার না থাকাটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে স্বস্তির বিষয়। বাংলাদেশের বোলাররা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেই পারেন, ‘যাক এবার অন্তত সাঙ্গাকারা নেই!’
সাঙ্গাকারা না থাকলেও শ্রীলঙ্কান তরুণদের নিয়ে ভাবতেই হবে তাসকিন, রাব্বী, রুবেলদের। রঙিন পোশাকে আলো ছড়ানো দুই ওপেনার আসিলা গুনারত্নে ও নিরোশান ডিকভেলা সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষে খেলবেন। তাদের সঙ্গে আছেন দিমুথ করুনারত্নে ও কুসল মেন্ডিস। অভিজ্ঞ ক্রিকেটারদের রয়েছেন দিনেশ চান্দিমাল ও উপল থারাঙ্গা। এদের নিয়ে পৃথক রণকৌশল সাজাতেই হবে মুশফিক, তামিমদের।