নতুন নিয়মে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব
প্রকাশিত হয়েছে : ৩:২৫:০৮,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৮ | সংবাদটি ২৮২ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মতো ২০২৩ বিশ্বকাপেও খেলবে ১০টি দল। তবে দলের সংখ্যা না বাড়লেও ক্রিকেটের বিশ্বায়নের স্বার্থে বিশ্বকাপের দল বাছাই প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি।
২০২৩ বিশ্বকাপের ১০টি দল বেছে নেয়া হবে নতুন এক পদ্ধতিতে। এতদিন র্যাংকিংয়ের শীর্ষ আট দলের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল সুযোগ পেত বিশ্বকাপে।কিন্তু নতুন নিয়মে র্যাংকিংয়ের সরাসরি কোনো ভূমিকা থাকবে না।
তিন ধাপে ছয়টি প্রতিযোগিতার মাধ্যমে মোট ৩২ দল থেকে বেছে নেয়া হবে ১০টি দল। ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত চলছে ৩৭২ ম্যাচের এই ম্যারাথন বাছাইপর্ব।৩২ দলের মধ্যে ১৩টি দল অংশ নেবে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে।
সম্মিলিতভাবে যার নাম দেয়া হয়েছে ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ’।এখানে প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে। প্রায় তিন বছরের চক্র শেষে জয় ও পয়েন্টের ভিত্তিতে শীর্ষ আট দল সরাসরি ২০২৩ বিশ্বকাপের টিকিট পাবে।বাকি দু’দল বাছাই করা হবে আইসিসির অন্য সব প্রতিযোগিতা শেষে।এতে ছোট দলগুলোরও সুযোগ থাকবে বিশ্বকাপে খেলার।
পাশাপাশি সহযোগী সদস্য দেশগুলো আগের চেয়ে অনেক বেশি ওয়ানডে খেলার সুযোগ পাবে।১৩ দলের সুপার লিগে খেলবে বাংলাদেশ,ভারত,পাকিস্তান,অস্ট্রেলিয়া, ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকা,নিউজিল্যান্ড,শ্রীলংকা,ওয়েস্ট ইন্ডিজ,আফগানিস্তান,জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।