২১ বছর পর থামল ‘সিআইডি’র যাত্রা!
প্রকাশিত হয়েছে : ৫:০১:৫৭,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
বিনোদন ডেস্ক:: টানা ২১ বছর ধরে ছোটপর্দার দর্শকদের মন মাতিয়েছে অপরাধের বিরুদ্ধে সোচ্চার টিভি ক্রাইম শো ‘সিআইডি’। এবার জয়রথ থামল দর্শকনন্দিত এ ধারাবাহিকটির। চলতি সপ্তাহেই এ ধারাবাহিকটি শেষ হচ্ছে। দর্শকরা আর শুনবেন না এসিপি প্রদ্যুমনের বিখ্যাত সংলাপ ‘দয়া, দরোজা তোড় দো’ (দয়া, দরজা ভেঙে ফেল)।
ভারতের টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম দর্শকনন্দিত ধারাবাহিক ‘সিআইডি’। শুধু হিন্দিই নয়, বাংলাসহ কয়েকটি ভাষায় ডাবিং করে এই ক্রাইম শোটি দেখানো হয়। বাংলাদেশেও ‘সিআইডি’ বেশ জনপ্রিয়।
‘সিআইডি’ ধারাবাহিকে ইন্সপেক্টর দয়া চরিত্রে দেখা যায় দয়ানন্দ শেঠিকে। সংবাদমাধ্যম মুম্বাই মিররকে দয়ানন্দ নিশ্চিত করেছেন, আগামী ২৭ অক্টোবর সিআইডির শেষ পর্ব সনি টিভিতে প্রদর্শিত হবে।
‘হ্যাঁ, এটা সত্য। সম্প্রতি আমরা এ ব্যাপারে জেনেছি এবং চার-পাঁচদিন আগে আমরা এর শুটিং বন্ধ করেছি। আসছে শনিবার (২৭ অক্টোবর) সিআইডির শেষ পর্ব সম্প্রচারিত হবে’, মুম্বাই মিররকে বলেন দয়ানন্দ শেঠি।
ভারতের টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ বছর ধরে চলা ধারাবাহিকগুলোর অন্যতম ‘সিআইডি’। ভারত ছাড়িয়ে বিভিন্ন দেশের দর্শকদের কাছেও এ ধারাবাহিকটি জনপ্রিয়।
‘সিআইডি’ ধারাবাহিকে এসিপি প্রদ্যুমনের ভূমিকায় শিবাজি সত্যম, ইন্সপেক্টর অভিজিতের ভূমিকায় আদিত্য শ্রীবাস্তব ও ইন্সপেক্টর দয়ার ভূমিকায় দয়ানন্দ শেঠি অভিনয় করেছেন। ভারতের অপরাধ অনুসন্ধানী ধারাবাহিক হিসেবে এর জনপ্রিয়তা তুঙ্গে। এ ধারাবাহিকের জনপ্রিয় ডায়ালগ ‘দয়া, দরোজা তোড় দো’, বলতেন এসিপি প্রদ্যুমন। যখন সিআইডি টিমের কোনো দরজা ভাঙার প্রয়োজন পড়ত, এসিপি এ সংলাপটি বলতেন।
সিআইডিকে অনেকেই মার্কিন অনুসন্ধানী টিভি শো ‘এনসিআইএস’ ও ‘সিআইএ’ ধারাবাহিকের সঙ্গে তুলনা করেছেন। ১৯৯৮ সাল থেকে দর্শকরা এ ধারাবাহিক দেখছেন। ভক্তরা এই শোটি মিস করবেন।
সূত্র: বলিউড লাইফ