ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পূর্ণিমা
প্রকাশিত হয়েছে : ২:৫৬:৩৬,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৩২২ বার পঠিত
বিনোদন ডেস্ক:: জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল এই তথ্য নিশ্চিত করেছেন।পূর্ণিমার স্বামী ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।
তিনি জানান,কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল পূর্ণিমা।চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায়, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সে।পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইদিন আইসিইউতেও ছিল।
স্ট্যাটাসে তিনি আরো জানান,এরই মধ্যে চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। তবে দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।সবাই পূর্ণিমার জন্য দোয়া করবেন।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন পূর্ণিমা। পরে তিনি ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘যোদ্ধা’, ‘হৃদয়ের কথা’, ‘মনের মাঝে তুমি’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘শাস্তি’, ‘শোভা’, ‘মেঘের পর মেঘ’সহ বহু ব্যবসাসফল ছবিগুলোতে অভিনয় করেছেন এই নায়িকা।
কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গুণী এ তারকা।