‘এমন বাবার জন্য আমরাও কাঁদবো না, তুমিও কাঁদবে না মা’
প্রকাশিত হয়েছে : ২:১৪:৩৭,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
বিনোদন ডেস্ক:: চারমাস দেশে থাকার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে কোন রকম মিমাংসায় আসতে পারেননি তিনি।
শ্রাবন্তীর বড় মেয়ের নাম রাবিয়াহ আলম। যার বয়স সাত বছর। আর ছোট মেয়ের নাম আরিশা আলম। তার বয়স সাড়ে তিন বছর। দুই মেয়েকে নিয়ে ঠিকঠাক যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অভিনেত্রী।
সেখানে ফিরে শ্রাবন্তী ভক্ত ও বন্ধুদের উদ্দেশ্যে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্। সুন্দরভাবে পৌঁছলাম। এখানে ভালোই ঠাণ্ডা। আমার দুই মেয়ে মহা খুশি। ওদের স্কুল শুরু হবে, তারা স্কুলে যাবে। নতুন জীবন ও নতুন দুনিয়া। সবাই সময় পেলে আমার দুই মেয়ে ও আমার জন্য দোয়া করবেন। যাতে আর কোনও ঝড় আমাদের তিনজনকে ভেঙে মুচড়ে দিতে না পারে।’
তিনি আরও লেখেন, ‘বয়সতো কম হলো না। এখন আমি মা হিসবে মাথা নষ্ট করে বাচ্চার দু’টির জীবন শেষ করতে পারি না। বাবাকে কাছে পেতে অনেক কষ্ট করছে ওরা। অনেক কষ্ট পেয়েছেও। কিন্তু ওরা নিজেরাই এখন ক্লান্ত। এতো ছোট ছোট দুইটি বাচ্চার বিবেক আর বুদ্ধির কাছে আমি হেরে গেছি। ওদের মন খারাপ হয় কিন্তু বুঝতে দেয় না। উল্টো আমাকে বলছে শক্ত হতে।’
বড় মেয়েকে নিয়ে শ্রাবন্তী লেখেন, ‘আমার রাবিয়াহ আমাকে বলে, এমন বাবার জন্য আমরাও কাঁদবো না, তুমিও কাঁদবে না মা। আর কি কিছু বলার আছে? আমার মাও অসুস্থ। আল্লাহ আমার মাকে ভালো রাখুন এই দোয়া করি।’