আইয়ুব বাচ্চুর স্মরণে গাইলেন মেহরিন
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৫৫,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৩২৭ বার পঠিত
ঢাকা: প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে স্মরণ করে গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরিন। তার একক এ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।
শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় গুলশান ক্লাবের কলোসিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় আইয়ুব বাচ্চুর স্মরণের এ সঙ্গীতাসর। অনুষ্ঠানের শুরুতেই মেহরিন গেয়ে শোনান দেশের গান ‘ধন ধান্য পুষ্প ভরা’।
এরপর প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা নিবেদনে তারই সঙ্গীতায়োজনের বিজ্ঞাপনের ‘আমরা নারী আমরা পারি’ জিঙ্গেলটি পরিবেশন করেন এই পপ তারকা।
একক সঙ্গীতের এই আসরে ‘এই মণিহার’, ‘তুমি আছো বলে’, ‘কাজল ভ্রমরা’, ‘আমি বাংলায় গান গাই’সহ নজরুল গীতি, হিন্দি ও ইংরেজি ভাষায় ঘণ্টাব্যাপী সঙ্গীত পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও গুলশান ক্লাবের প্রেসিডেন্ট শওকত আজিজ। আয়োজন শেষে শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক নীপা চৌধুরী।