সবার আগে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে বার্সা
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৫৪,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৮ | সংবাদটি ২৯২ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: ইন্টার মিলানের সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়ে সবার আগে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে পা রাখলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মঙ্গলবার রাতে সান সিরোয় ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচের ৮৩ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন ম্যালকম। তবে ব্যবধানটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। ৮৭ মিনিটের মাথায় মাতিয়াস ভেসিনোর শট প্রতিহত হওয়ার পর ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে বার্সার জালে বল জড়ান মাউরো ইকার্দি।
এর আগে ঘরের মাঠে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছিলো বার্সেলোনা। এ ম্যাচে দলে থেকেও খেলা হয়নি মেসির। এই ড্র’য়ে চলতি আসরে সবার আগে শেষ ষোলোয় উঠে গেছে আরনেস্তো ভালভেরদের দল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭।