বিদেশে ভারতের রেকর্ড খুবই সাধারণ: স্টিভ ওয়াহ
প্রকাশিত হয়েছে : ১:০১:২৩,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৮ | সংবাদটি ২৯৭ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠে প্রতিটি দলই শক্তিশালী। সেই দিক থেকে একটু বেশি শক্তিশালী ভারত।তবে বিদেশ সফরে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের পারফরম্যান্স হতাশজনক।তাই অস্ট্রেলিয়া সফরে তেমন কিছুই করতে পারবে না ভারত।এমনটিই বলছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে আছে ভারতীয় ক্রিকেট দল।আর কিছু সময়ের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত।তার আগে ভারত সম্পর্কে স্টিভ ওয়াহ বলেন,‘সবাই বলছে ভারত ভালো খেলবে,তবে ভুলে যাবেন না, ওরা সব শেষ ইংল্যান্ড সফরে খুব খারাপ খেলেছে। গত ১০ বছরে ওদের অ্যাওয়ে সিরিজে ফর্ম নেহাতই সাধারণ।’
অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘অস্ট্রেলিয়া যদি প্রথম ইনিংসে ৩৫০ রান করতে পারে, তাহলে টেস্ট জিতবে। আসলে আমাদের বোলাররা দারুণ। বিশেষ করে ঘরের মাঠে ২০টা উইকেট তুলে নেওয়া ওদের কাছে কোনও ব্যাপারই নয়।’
ভারতীয় দল প্রসঙ্গে স্টিভ ওয়াহ বলেন, ‘ভারত অবশ্য ভালো দল।তারা চাইবে সুযোগ কাজে লাগিয়ে সিরিজ জিততে।তাছাড়া বিরাট কোহলি একজন ভালো মানের অধিনায়ক।খুব ভালো ব্যাটসম্যানও।ওর পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আর দুই একজন রান করতে পারলে ভারতেরও জেতার সম্ভাবনা আছে।’