পিএসজির সামনে ম্যানইউ বায়ার্নকে পেল লিভারপুল
প্রকাশিত হয়েছে : ৩:৪০:১১,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ২৭৬ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: আগেরদিন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে লিভারপুল। তার রেশ কাটতে না কাটতেই একবিন্দুতে মিলে গেল দুই ইংলিশ জায়ান্ট। সোমবার সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলের ড্রতে তারাই পেয়েছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।ফুটবল রোমান্টিকদের জিভে জল আনার মতোই একজোড়া ব্লকবাস্টার ম্যাচ উপহার দিয়েছে নকআউট পর্বের ড্র।
শেষ ষোলোতে লিভারপুলকে টক্কর দিতে হবে বার্য়ান মিউনিখের সঙ্গে। আর ম্যানইউ পড়েছে নেইমার, এমবাপ্পের পিএসজির সামনে। আগুনে ম্যাচ রয়েছে আরও দুটি। টটেনহ্যাম বনাম বরুশিয়া ডর্টমুন্ড এবং জুভেন্টাস বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচটির বড় আকর্ষণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ার পর এই প্রথম মাদ্রিদে ফিরছেন পর্তুগিজ যুবরাজ।
আগামী বছর ফেব্র“য়ারিতে অ্যাটলেটিকোর মাঠে হবে প্রথম লেগ। সেই তুলনায় ঢের স্বস্তিদায়ক প্রতিপক্ষ পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল লড়বে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে।আর মেসির বার্সেলোনার প্রতিপক্ষ ফরাসি ক্লাব লিঁও। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানসিটিও পেয়েছে শালকের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষ। আরেক ম্যাচে পোর্তোর মুখোমুখি হবে রোমা।
সব ছাপিয়ে শেষ ষোলোর প্রধান আকর্ষণ এবার লিভারপুল-বার্য়ান এবং ম্যানইউ-পিএসজি মহারণ। প্রতিযোগিতামূলক ম্যাচে এ প্রথম দেখা হচ্ছে ম্যানইউ ও পিএসজির। ২০০৫ সালের পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোনো ফরাসি ক্লাবের কাছে না হারলেও এবার সত্যিকারের অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে হোসে মরিনহোর ম্যানইউর সামনে।
নেইমার, এমবাপ্পে, কাভানি ত্রিফলাকে সামলাতে জানুয়ারির দলবদলে নতুন ডিফেন্ডার না কিনে আর উপায় নেই মরিনহোর! চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও বার্য়ানেরও এরআগে দেখা হয়নি। দু’দলই পাঁচবার করে জিতেছে ইউরোপসেরার মুকুট। ২০১৩ সালের ফাইনালে জুর্গেন ক্লপের ডর্টমুন্ডকে হারিয়ে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্য়ান। সেই ক্লপ এখন লিভারপুলের কোচ। এবার বার্য়ানের ইউরো স্বপ্ন গুঁড়িয়ে বদলা নিতে মুখিয়ে থাকবেন গতবার লিভারপুলকে ফাইনালে তোলা ক্লপ।
প্রসঙ্গত, শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১২, ১৩ এবং ১৯, ২০ ফেব্র“য়ারি। দ্বিতীয় লেগ হবে ৫, ৬ এবং ১২, ১৩ মার্চ।