আইপিএল ২০১৯: নিলামে দল পাননি যেসব বড় তারকারা
প্রকাশিত হয়েছে : ৫:০০:৫৭,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৩০০ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াবে নতুন বছর ২০১৯ সালের ২৯ মার্চ। গেল মঙ্গলবার জয়পুরে হয়ে গেল এর প্লেয়ার্স ড্রাফট। সেই নিলামে দল পাননি বেশ ক’জন তারকা ক্রিকেটার।
২ কোটি রুপি ভিত্তিমূল্যের ৫ ক্রিকেটার অবিক্রিত থেকেছেন। তারা হলেন ব্রেন্ডন ম্যাককালাম ও কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), ক্রিস ওকস (ইংল্যান্ড), শন মার্শ (অস্ট্রেলিয়া), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলংকা)। দুই দফায় নাম ওঠার পরও ডেল স্টেইনের (দক্ষিণ আফ্রিকা) প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) ও রাইলি রুশোকেও (দক্ষিণ আফ্রিকা) কেউ নেয়নি। তাদের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। একই ভিত্তিমূল্যের প্রোটিয়া পেসার মরনে মরকেলও অবিক্রীত থেকেছেন।দল পাননি হাশিম আমলাও (দক্ষিণ আফ্রিকা)। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। সমান ভিত্তিমূল্যের ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের (অস্ট্রেলিয়া) নাম একাধিকবার ডাকা হলেও কেউ নেয়নি। সমভিত্তিমূল্যের আরেক অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পাও বিক্রি হননি।
১ কোটি রুপি ভিত্তিমূল্যের আরও যেসব ক্রিকেটার বিক্রি হননি- ক্রিস জর্ডান (ইংল্যান্ড), উসমান খাজা (অস্ট্রেলিয়া), জেমস প্যাটিনসন (অস্ট্রেলিয়া)।৭৫ লাখ ভিত্তিমূল্যের যেসব ক্রিকেটারদের কেনেনি কোনো দল-সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), নমান ওঝা (ভারত), জেসন হোল্ডার (উইন্ডিজ), লুক রঞ্চি (নিউজিল্যান্ড), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), জেমস নিশাম (নিউজিল্যান্ড)।
সম্ভাবনা থাকলেও দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। এছাড়া কয়েক ক্যাটাগরির ভিত্তিমূল্যের যারা ফ্র্যাঞ্চাইজি পাননি-মনোজ তিওয়ারি, চেতেশ্বর পুজারা, পারভেজ রাসুল, ঋষি ধাওয়ান, সৌরভ তিওয়ারি, ভিনয় কুমার, শচীন বেবি, অভিমান্যু মিঠুন। এরা সবাই ভারতীয়।