হাসপাতালে মিঠুন চক্রবর্তী
প্রকাশিত হয়েছে : ৫:০১:৩৩,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৩১০ বার পঠিত
বিনোদন ডেস্ক- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
গতকাল শুক্রবার চিকিৎসার্থে মার্কিন মুলুকের লসঅ্যাঞ্জেলেসে পরিবারসহ গেছেন বলিউডের এই ‘ডিস্কো ড্যান্সার’। বহুদিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন এই বলি ও টলি অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে প্রকাশ-বেশ কয়েক বছর ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন তিনি। তবে কত কয়েক দিন ধরে ব্যথা সহ্যসীমা ছাড়িয়ে গেলে চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্র নিয়ে গেল চক্রবর্তী পরিবার।
২০০৯ সালে ‘লাক’ ছবির শুটিং করতে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান মিঠুন চক্রবর্তী। ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী এক সময় অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র দেওল, ঋষি কাপুরদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ‘ডিস্কো ড্যান্সার’ ছবি বলিউডে নতুন মাত্রা যোগ করে। টলিউড ও ভারতীয় টিভি ইন্ডাস্ট্রিতে ব্যাপক অবদান রয়েছে মিঠুন চক্রবর্তীর।
চলতি বছর ‘জিনিয়াস’ সিনেমার মধ্য দিয়ে মিঠুন চক্রবর্তীকে শেষবার বড় পর্দায় দেখা গেছে। আগামী বছর রাম গোপাল ভর্মা পরিচালিত একটি ভৌতিক সিনেমা নিয়ে তার পর্দায় হাজির হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করা মিঠুন চক্রবর্তী কলকাতায় পাড়ি জমান। বর্তমানে তিনি মুম্বাইয়ে বসবাস করছেন।