নেইমারের ব্যক্তিগত স্ক্রিনশট যখন বার্সেলোনার হাতে!
প্রকাশিত হয়েছে : ৪:৫৮:৪৩,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ২৮৯ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: সোশ্যাল সাইটের যুগে স্ক্রিনশট এখন বড় অস্ত্র। এই স্ক্রিনশটের কারণে অনেক অপরাধী ধরা পড়েন। আবার ফেক স্ক্রিনশটের শিকার হন অনেকে। সম্পর্ক নষ্ট হলে অনেকে আবার ইনবক্সের ব্যক্তিগত আলাপচারিতা ফাঁস করে প্রতিশোধ নেন। এবার নেইমারের স্ক্রিনশট কাজে লাগাল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে কোনো প্রতিশোধের জন্য নয়; ব্রাজিল সুপারস্টারের হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দেখিয়ে ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি!
গত আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যান নেইমার। সেখানে শুরুতে সতীর্থদের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয় তার। ব্রাজিল তারকা মিস করছিলেন মেসি-সুয়ারেসদের। বুঝতে পারছিলেন, বার্সা ছেড়ে আসা ভুল হযেছে। শুধু তাই নয়; সাবেক সতীর্থ এবং ক্লাব কর্মকর্তাদের তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের এক আক্ষেপের কথা জানিয়েছিলেন ২৬ বছর বয়সী এই তারকা। নেইমারের এই আক্ষেপের স্ক্রিনশট নিয়ে যত্ম করে রেখে দিয়েছিল বার্সা। এবার সেটার মোক্ষম ব্যবহার দেখা গেল!
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, নেইমারের স্ক্রিনশট দেখিয়েই তরুণ ডাচ প্রতিভা ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। সেটা কীভাবে? ইয়ংকে নিয়ে পিএসজির সঙ্গে প্রতিযোগিতা চলছিল বার্সার। তাকে দলে টানতে বার্সেলোনার চেয়েও মোটা অঙ্ক দেওয়ার প্রস্তাব দিয়েছিল পিএসজি। টাকার দৌঁড়ে পিএসজির কাতারি মালিকের সঙ্গে পেরে উঠছিল না বার্সা। অন্যদিকে ইয়ংও দোটানায় ছিল বার্সা-পিএসজি নিয়ে। তখন নেইমারের সেই বার্তাগুলোর স্ক্রিন শট দেখিয়ে ডি ইয়ংকে প্রভাবিত করে বার্সা।
ইয়ংকে বোঝানো হয়, নেইমার যে ক্লাবে গিয়ে আক্ষেপে পুড়ে মরছে সেখানে গিয়ে সে কী করবে? তাছাড়া সাম্প্রতিক সময়ে নেইমারের বার্সা প্রত্যাবর্তনের গুঞ্জনের বিষয়টি দিয়েও তাকে প্রভাবিত করা হয়। স্প্যানিশ গণমাধ্যমটি বলছে, এই স্ক্রিনশট দেখার পর নাকি ডি ইয়ং সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি! পিএসজির টাকার লোভ ছেড়ে সোজা চলে এসেছেন বার্সেলোনায়। কেমন বুঝলেন স্ক্রিনশটের কেরামতি?