টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১২:০৭:৩১,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৩৪৮ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: ২০২০ সালে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ বছর আগেই এ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ টুর্নামেন্টেরই ফাইনাল হবে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ১২ দল নিয়ে। টুর্নামেন্ট শুরু হবে ১৮ অক্টোবর। ১৫ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে। তবে কাগজে কলমে ১৮ অক্টোবর শুরু হলেও সেগুলো আসলে বাছাইপর্বের ম্যাচ। মূল লড়াই শুরু হবে ২৪ অক্টোবর সিডনিতে পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে।
এখানেও দুটি গ্রুপ। গ্রুপ ‘ওয়ান’-এ আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল। গ্রুপ ‘টু’-তে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল।
বাংলাদেশ অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপটি সরাসরি খেলতে পারছে না। র্যাঙ্কিংয়ে সেরা আট দলের মধ্যে না থাকায় বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে টাইগারদের। বাংলাদেশের সবগুলো ম্যাচই একই ভেন্যু- ব্লান্ডস্টোন এরিনা, হোবার্টে।
বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি :
১৯ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২১ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২৩ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
বিশ্বকাপের সূচি দেখতে ক্লিক করুন