বড় জয় নয়তো বিদায় বার্সার
প্রকাশিত হয়েছে : ৩:১৭:০৫,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ২৭০ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: ‘ইয়েস উই ক্যান’- ন্যু ক্যাম্পে এমন লেখা ব্যানার অনেকবারই দেখা গেছে। প্রথম লেগে বড় হারের পর দ্বিতীয় লেগে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের কাছে ৪-০ গোলে হারের পর ২০১৭ সালের ৮ মার্চ ঘরের মাঠে প্রত্যাবর্তনের নতুন গল্প লিখেছিল কাতালানরা। নেইমার জাদুতে ম্যাচটি জিতেছিল ৬-১ গোলে। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়ার বিপক্ষে সেই ম্যাচকে প্রেরণা হিসেবে নিচ্ছে কাতালানরা।
প্রথম লেগে ২-০ গোলে হারা বার্সাকে আজ জিততে হবে তিন গোলের ব্যবধানে। এমন কঠিন সমীকরণের ম্যাচে সমর্থকদের পাশে চান দলের প্রাণভোমরা লিওনেল মেসি।গত সপ্তাহে প্রথম লেগে ছিলেন না লিওনেল মেসি। তার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে আজ পূর্ণশক্তির দল মাঠে নামাবেন কোচ আর্নেস্তো ভালভার্দে। আজ শুধু জিততেই হবে না, ব্যবধানটাও থাকতে হবে বেশি। যদি বার্সেলোনা ২-০ গোলে জেতে, তাহলে দু’দলের গোল সমান হবে।
তখন ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আর কাতালানরা ১-০ গোলে জিতলে গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে যাবে সেভিয়া। ৩-১ গোলে জিতলেও বিদায়ঘণ্টা বেজে যাবে মেসিদের। তখন ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে যাবে। এত সহজে হাল ছাড়তে নারাজ স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সেভিয়ার বিপক্ষে শুধু নিজেরাই খেলবে না, সমর্থকদেরও পাশে চান মেসি, ‘প্রথম লেগে ২-০ গোলে আমরা হেরেছি। সেভিয়ার মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে এর চেয়ে বেশি ব্যবধানে জেতা কঠিন। দর্শকদের সমর্থন আমাদের খুব প্রয়োজন। তাদের (সেভিয়া) ভালোমানের খেলোয়াড় রয়েছে এবং কাউন্টার অ্যাটাকে তারা বিপজ্জনক।’
সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর লা লীগায় জিরোনার মাঠে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। লীগে তাদের চেয়ে বড় জয় পেয়েছে সেভিয়া। গত শনিবার লেভান্তেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা। তবে ম্যাচটি সেভিয়া খেলেছিল নিজ মাঠে। আজ তাদের খেলতে হবে বার্সার হোম গ্রাউন্ডে। যেখানে ঘুরে দাঁড়ানোর অনেক নজির দেখিয়েছেন মেসিরা।