নতুন ইনিংস শুরু করলেন ক্রিকেটার সাব্বির
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৪১,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯ | সংবাদটি ২৮৩ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: নিষেধাজ্ঞা কাটিয়ে ইতিমধ্যে জাতীয় দলে ফিরেছেন ক্রিকেটার সাব্বির রহমান। ব্যাটে বলেও মেলাচ্ছেন ভালোই। সম্প্রতি রান পাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন এই হার্ডহিটার। তবে সিরিজ শেষের আগেই দেশে ফেরেন তিনি।
দেশে ফিরেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন সাব্বির।সম্প্রতি বিয়েটা সেরে ফেললেন হুট করে একেবারেই ঘরোয়া পরিবেশে।সাব্বিরের স্ত্রীর নাম অর্পা। তিনি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন বলে জানা গেছে।দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাব্বির ও অর্পার আকদ অনুষ্ঠিত হয়েছে।