ত্রিদেশীয় সিরিজে কবে কখন বাংলাদেশের খেলা
প্রকাশিত হয়েছে : ২:১০:২৮,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ২৯৬ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়াতে আর বেশি দিন সময় বাকি নেই। আগামী ৩০ মে বসছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসরটি। ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে সিরিজটি। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ মে শুরু হবে এই সিরিজ। বাংলাদেশ মাঠে নামবে ৭ মে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আর ফাইনাল ১৭ মে। ডাবলিন, ক্লোনটার্ফ এবং মালাহিডে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
আর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের সূচি :
মে ৫ : আয়ারল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ, ক্লোনটার্ফ
মে ৭ : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ক্লোনটার্ফ
মে ৯ : আয়ারল্যান্ড-বাংলাদেশ, মালাহিড
মে ১১ : আয়ারল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
মে ১৩ : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
মে ১৫ : বাংলাদেশ-আয়ারল্যান্ড, ক্লোনটার্ফ
মে ১৭ : ফাইনাল, মালাহিড।