এ যাত্রায় বেঁচে গেল আর্জেন্টিনা
প্রকাশিত হয়েছে : ৭:১৪:২৩,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২২ | সংবাদটি ১১০ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
অঘটন দিয়েই শুরু হয় আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ মিশন। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে দারুণ চাপে পড়ে আর্জেন্টিনা। নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প নেই মেসিদের সামনে। এমন সমীকরণে মেক্সিকোর মুখোমুখি হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। দলটির হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি এবং দ্বিতীয় গোলটি আসে ফার্নান্দেজের পা থেকে। শেষ পর্যন্ত ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। এই জয়ে নকআউট পর্বের লড়াইয়ে টিকে রইল আর্জেন্টিনা।
ম্যাচের প্রথমার্ধের গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট অতিবাহিত হলেও গোল পাচ্ছিল না দুই দল। এরপরেই আর্জেন্টিনার জন্য যেন ঈশ্বর প্রদত্ত ত্রাতা হয়ে আবির্ভাব হয় মেসির। বা পায়ের জাদুকরী ছোয়ায় আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।
ম্যাচের ৬৪ মিনিটে ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি৷ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১ ম্যাচে ৮ গোল করলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাও ২১ ম্যাচে করেছেন ৮ গোল।
ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দেজ। এক জয় ও এক পরাজয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩।