ক্রোয়েশিয়ার জয়ে বিশ্বকাপ থেকে বিদায় কানাডা
প্রকাশিত হয়েছে : ১:০৩:৫১,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০২২ | সংবাদটি ১১০ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
কানাডাকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধে ফিরে আরো দুই গোল করে।
রবিবার (২৭ নভেম্বর) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ ম্যাচে জোড়া গোল করেন আন্দ্রেজ কামারিচ। একটি করে গোল করেছেন মার্কো লিভ্রাহা ও লোভ্রো মাজের। কানাডার একমাত্র গোলটি করেন আলফান্সো ডেভিস।
দুই দলই একাদশে একটি করে পরিবর্তন নিয়ে খেলতে নামে। কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই কাতার বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম সময়ের গোলটি করে বসেন কানাডার বায়ার্ন তারকা আলফোনসো ডেভিস। ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় বুকানানের ক্রস থেকে হেডে দারুণ গোল করে বিশ্বকাপে কানাডাকে প্রথমবারের মত এগিয়ে দেন।
এক গোলে পিছিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ক্রোয়েশিয়া। ম্যাচের ২৬ মিনিটে কানাডার জাল ভেড় করলেও লিভায়ার গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৩৫ মিনিটে আবারো সুযোগ পান লিভায়া। তবে এবার তার শট রুখে দেন কানাডার গোলরক্ষক বোরয়ান। এর ঠিক এক মিনিট পরেই সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
এবার বাম পাশ থেকে পেরেসিচের দারুণ ক্রসে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটি করেন ক্রামারিচ। টানা দুই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে গোল করা তৃতীয় ফুটবলার হলেন তিনি। বিরতির ঠিক এক মিনিট আগে কাঙ্ক্ষিত সেই লিড পায় ক্রোয়েশিয়া। ইউরানোভিচের পাস থেকে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত ডান পায়ের শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লিভায়া। এই গোলের ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আগের বার ফাইনালিস্টরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে কানাডা এগিয়ে গেলেও বাকিটা সময় তাদের খুঁজে পাওয়া যায়নি। এ পরাজয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল কানাডা। প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। ক্রোয়েশিয়া নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে। এবার পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গতবারের রানার্সআপরা।