ব্রাজিলকে হারাতে যে কৌশলে খেলবে ক্রোয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:১৭,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ১৩০ বার পঠিত
খেলাধুলা ডেস্ক: সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। দুই দলের এর আগে দেখা হয়েছে চারবার। কিন্তু কোনোবারই জয়ের মুখ দেখেনি ক্রোয়েশিয়া। একটি ড্র বাদে, তিন জয় নিয়ে সাফল্যের পাল্লা ভারি রেখেছে ব্রাজিল। এর মধ্যে দুটি জয় এসেছে ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপে।
শুক্রবার রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তবে ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ সেই অধরা জয়ের স্বাদ নিতে চান এবার। একই সঙ্গে সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দেন— কোনোভাবেই ব্রাজিলকে খেলতে দেওয়া যাবে না।
সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়া অধিনায়ক বলেন, আমি ব্রাজিলের সঙ্গে কয়েকবার খেলেছি, কিন্তু তাদের এখনো হারাতে পারিনি। আশা করি, এবার তা বদলাবে। প্রতিটি পজিশনেই ব্রাজিলের অসাধারণ খেলোয়াড় আছে। আমাদের আক্রমণাত্মক হতে হবে এবং তাদের খেলতে দেওয়া যাবে না। বল আমাদের পায়ে না থাকলে এটাই হবে গুরুত্বপূর্ণ কাজ।
গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ফাইনাল খেলাটা ছিল অন্যতম চমক। তাই এবার কোয়ার্টার ফাইনালে পা রেখেও তৃপ্তি আসছে না। মদ্রিচ বলেন, শুধু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে সন্তুষ্ট নই আমরা। জানি অসাধারণ দলের বিপক্ষে খেলব আমরা। তবে আমাদের শক্তি আছে, নিজেদের ওপর বিশ্বাস আছে। নিজেদের সেরাটা খেলতে হবে আমাদের।