পাষণ্ড বাবার অবিশ্বাস্য কাণ্ড
প্রকাশিত হয়েছে : ১০:০৬:৪২,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৬৭ বার পঠিত
স্বামী-স্ত্রীর মধ্যে অনৈতিক সম্পর্ক নিয়ে সন্দেহ। এ নিয়ে তুমুল ঝগড়া। একপর্যায়ে রাগ করে ঘরে থাকা ৪ মাস বয়সী ছেলেকে বাইরে নিয়ে নিজ হাতে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন বাবা। শশু তাই নয়, ওই শিশু সন্তানের মৃতদেহ নিয়ে নিজেই হাজির হন থানায়। পুলিশের কাছে স্বীকারও করেন নিজ হাতে সন্তানকে খুনের বিষয়টি।
এমনই পাষণ্ড রূপ দেখিয়েছেন দিনাজপুর শহরের মো. আউয়াল (২১) নামে এক যুবক। বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর শহরের শেরশাহ মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মো. আউয়ালের বরাত দিয়ে পুলিশ জানায়, তার স্ত্রী লিপি বেগমের (১৯) সঙ্গে অনৈতিক কার্যকলাপ নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে তিনি লিপিকে মারধর করতে থাকলে অত্মীয়-স্বজনরা তাকে বাধা দেয়। এতে সে ক্ষুদ্ধ হয়ে চার মাসের নিজ শিশুপুত্র মো. লিখনকে ঘরের বাইরে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। সন্তানকে হত্যার পর শিশুর মরদেহ নিয়ে আউয়াল নিজেই থানায় এসে হত্যার কথা জানিয়ে আত্মসমর্থন করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।