কর্ণাটকের বাংলাদেশ ‘এ’ দলের হার
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৫৪,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০২ বার পঠিত
ভারত সফরে প্রথম তিনদিনের ম্যাচে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। মাইসোরে অনুষ্ঠিত ম্যাচে কর্ণাটকের কাছে ৪ উইকেটে হেরেছে মোমিনুলের দল। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৮১ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ও শেষ দিনে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় কর্ণাটক। এই ইনিংসে বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেন ও সাকলাইন সজীব ২টি করে উইকেট নেন।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। লিটন দাস ৩৭ ও সৌম্য সরকার ২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। লিটন ৩৮ ও সৌম্য ৪৩ রানে আউট হন।
এরপর বাংলাদেশের ইনিংসকে সামনের দিকে টেনে নিয়ে গেছেন নাসির হোসেন ও শুভাগত হোম। তবে এই দু’জনও বড় ইনিংস খেলতে পারেননি। ফলে বড় সংগ্রহের পথ তৈরি হবার পরও ব্যর্থতায় শেষ হয় বাংলাদেশের ইনিংস। নাসির ৪৪ ও শুভাগত ৫০ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন ওপেনার এনামুল হক বিজয়।
আগামী ২৭ সেপ্টেম্বর সফরের দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতীয় ‘এ’ দলের।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ‘এ’ দল : ১৫৮ ও ৩০৯ (৭৬ ওভার), এনামুল ৮৯, শুভাগত হোম ৫০, নাসির ৪৪, সুচিথ ৬/৬০
কর্ণাটক : ২৮৭ ও ১৮৫/৬ (৪০.৫ ওভার), গৌতম ৪৯, গোপাল ৪০*, আল-আমিন ২/২৩
ফল : কর্ণাটক ৪ উইকেটে জয়ী।