অন্যরকম ৭ মিনিট মরিনহোর
প্রকাশিত হয়েছে : ১০:৩১:২৭,অপরাহ্ন ০৪ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৮৯ বার পঠিত
সাউদাম্পটনের কাছে হার শেষে টেলিভিশন সাক্ষাতকারে টানা ৭ মিনিট কথা বলেন চেলসি কোচ হোসে মরিনহো। এতে মরিনহো বলেন, আমার বেশ আত্মঅহং রয়েছে। আমি নিজেকে সেরা মনে করি। দলের এমন ফল দেখে দুঃখ পাচ্ছি। মওসুমের শুরুটা খুবই বাজে যাচ্ছে আমাদের। তারা ( চেলসি) আমাকে বরখাস্ত করতে পারে কিন্তু আমি নিজে দায়িত্ব ছাড়ছি না। এমন হলে চেলসির ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল কোচকে বরখাস্ত করবে তারা। চলতি ইংলশি প্রিমিয়ার লীগে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় চেলসির অবস্থান ১৬ নম্বরে। তবে ব্যর্থতার দায় একার কাঁধে নিতে রাজি নেন চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো। তিন্ িবলেন, সময়টা খারাপ যাচ্ছে আমাদের। দলের কেউই ভালো খেলতে পারছে না। দলের অবস্থার দায় আমার একার নয় বরং দলের সবার।