ব্রাজিল-আর্জেন্টিনার লজ্জাকর হার
প্রকাশিত হয়েছে : ১১:১১:৫২,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৮৫ বার পঠিত
বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা লজ্জাকর হার দেখেছে। নিজেদের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-০ গোল হারিয়েছে চিলি। অন্যদিকে একই ব্যবধানে স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়েছে ইকুয়েডর। আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচটির ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। কিন্তু শেষ ১০ মিনিটে ঝড় বইয়ে দেয় ইকুয়েডর। ৮১ মিনিটে রাফায়েল এরাজোর গোলের এগিয়ে যায় ইকুয়েডর। এর এক মিনিট বাদে সফরকারীদের আরও বড় ব্যবধানে এগিয়ে দেন ফেলিপে সেইসেদো। এতে লিওনেল মেসি বিহীন আর্জেন্টিনাকে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়। দলের এই তারকা খেলোয়াড়ই ইনজুরি রয়েছেন। এছাড়া এদিন ২০ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় দলের অন্যতম স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। অন্যদিকে নেইমারবিহীন ব্রাজিল ডুবেছে ভারগাস ও আলেক্সিস সানচেজে। এই দুই দলের মধ্যের খেলাও ৭২ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। কিন্তু ৭২ মিনিটে স্বাগতিক চিলিকে এগিয়ে দেন এডুয়ার্ডো ভারগাস। আর ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্ত কয়েক আগে বর্তমান কোপা আমেরিকার শিরোপাধারীদের বড় জয় নিশ্চত করেন আলেক্সিস সানচেজ।