রিয়াল থেকে বরখাস্ত হচ্ছেন কোচ লোপেতেগুই !
প্রকাশিত হয়েছে : ১:৩৫:২৪,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৩১৮ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিল কোচ জিনেদিন জিদান।তার পরপরই তার পথ ধরলেন সময়ের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো।এরপর ভাগ্যদেবী মনে হয় রিয়ালের উপর থেকে চোখ তুলে নিয়েছে। একের পর এক বাজে পারফরম্যান্স। মৌসুমের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের কোচ হুলেন লোপেতেগুইকে নিয়ে সমালোচনা চলছে। এবার এল ক্লাসিকোতে লজ্জাজনকভাবে হারের পর তাকে বরখাস্তের জন্য রিয়াল আলোচনায় বসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
রোববার রাতে গৌরবের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাসেলোনা। মৌসুমের শুরু থেকেই ধুঁকতে থাকা রিয়ালের এমন বাজে পারফরম্যান্সের পর এবার আঙুল কোচ লোপেতেগুইয়ের দিকে। তার পরিবর্তে রিয়ালে কোচ হিসেবে অ্যান্তেনিও কন্তের নাম শোনা যাচ্ছে। মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে আজ সোমবার ইতালি থেকে স্পেনে পৌঁছতে পারেন চেলসির প্রাক্তন এ কন্তে।
বার্সার বিপক্ষে হারের পর পরিচালকদের সঙ্গে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আলোচনায় বসছেন বলে জানা গেছে। আজ কন্তের সঙ্গে আলোচনা শেষে সবকিছু ঠিক থাকলেও আগামী সপ্তাহে তাকে রিয়ালের কোচ হিসেবে দেখা যেতে পারে বলে জানিয়েছে স্পেনের অন্যতম সেরা এ ফুটবল বিষয়ক গনমাধ্যমটি।
বার্লোনার বিপক্ষে হারের পর লিগ পয়েন্ট টেবিলে নবম অবস্থানে চলে গেছে রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচ শেষে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট এখন ১৪। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মেসি-সুয়ারেজ-কুতিনহোদের বার্সেলোনা। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগেও টানা তিন বারের চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে হতাশ দলটির সমর্থক ও পরিচালকরা। তাই মৌসুমের মাঝপথেই নতুন কোচ নিয়োগের পথে হাটছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।