সুখবর জানালেন সাকিব
প্রকাশিত হয়েছে : ৪:০৭:১২,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৩০১ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: আগের থেকে অনেকটাই সুস্থ সাকিব আল হাসান। আঙুলের ব্যাথাও আগের থেকে কম। এমন সময় দলে ফেরা নিয়ে সুখবর জানালেন সাকিব নিজেই। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই টাইগার জার্সিতে মাঠে নামবেন তিনি।
যদিও এমন ফেরা আটকে আছে যদি-কিন্তুর মাঝে। সাকিব জানালেন, ‘মাঠে ফেরার কোন নির্দিষ্ট সময় নেই। যদি ফিরতে পারি তাহলে ভালো লাগবে। এখনই বলা মুশকিল যে আমি খেলবো, কিন্তু এই নিশ্চয়তা আসলে নেই। যেভাবে উন্নতি হচ্ছে, তাতে বলা যায় সম্ভাবনা আছে।’
তবে যেটাই করুক না কেন, ফিজিওর সঙ্গে আলোচনা করেই সাবধানে এগুবেন সাকিব। তাই নির্ধারিত কোন সময় জানাননি তিনি। সাকিব বললেন, ‘ফিজিওর সঙ্গে আলোচনা করেছি যে আমরা কোন সময় বেঁধে দেবো না। যখনই স্বস্তি বোধ করবো, ট্রেনিং শুরু করব হয়তো কিছুদিন পর থেকেই। সামনের সপ্তাহ থেকে স্ট্রেন্থ ট্রেনিং শুরু করতে হবে। এরপর যখন উন্নতি হতে থাকবে, ধারাবাহিকভাবে যখন দেখব যে সব দিক থেকেই খেলার ক্ষেত্রে আমার কোন সমস্যা হচ্ছে না, তখনই আসলে খেলার কথা চিন্তা করব। তার আগ পর্যন্ত আমিও খেলতে চাইব না, সেও আমাকে দিবে না।’
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে ক্রিকেটের নতুন টুর্নামেন্ট টি-টোয়েন্টি এক্স। এই টুর্নামেন্টে খেলতে বিসিবির অনাপত্তি পত্র চেয়েছিলেন সাকিব। প্রথমে না দিলেও পড়ে শর্ত সাপেক্ষে তাকে অনাপত্তি পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।