মেসি-আগুয়েরো ছাড়াই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা
প্রকাশিত হয়েছে : ১১:৩২:৪৯,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৭০ বার পঠিত
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। বিশ্বকাপ-২০১৮ এর বাছাই পর্বে আগামী মাসে ব্রাজিলকে স্বাগত জানাবে তারা। ওই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক জেরার্ডো মার্টিনো। কিন্তু ইনজুরির কারণে ওই দলে রাখা হয়নি মেসি ও আগুয়েরোকে। তবে দলে ফিরেছেন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। এ বছরের শুরুতে কোপা আমেরিকায় বাজে নৈপুণ্যের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। কিন্তু সম্প্রতি ক্লাবের হয়ে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন তিনি। চলতি মওসুমে ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে ৮ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। অন্যদিকে স্প্যানিশ লা-লিগায় বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে ২৬ সেপ্টেম্বর ইনজুরিতে পড়েন মেসি। এতে ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে দেশের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তাকে এখনও কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে। এত ১২ নভেম্বর ব্রাজিলের বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না তাদের এই দুই তারকাকে। এতে আর্জেন্টিনার আক্রমণভাগে নেতৃত্ব দিবেন কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন ও এজেকুয়েল লাভেজ্জি। একই দল নিয়ে তারা স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে খেলবে ১৭ নভেম্বর। বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা মোটেও সুখকর হয়নি আর্জেন্টিনার। ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারের পর প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। অন্যদিকে ব্রাজিল চিলির কাছে প্রথম ম্যাচ ২-০ গোলের হারের পর দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায়।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: সার্জিও রোমেরা, নাহুয়েল গুজম্যান ও অগাস্টিন মার্চেসিন।
ডিফেন্ডার: মার্টিন ডেমিচেলিস, রামিরো ফুনি মোরি, এজেকুয়েল গারাই, ইমানুয়েল মাস, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, ফাকুন্ডো রনকাগলিয়া ও পাবলো জাবালেতা।
মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাটিয়াস ক্রানেভিটার, এরিক লামেলা, হাভিয়ের মাশ্চেরানো, হাভিয়ের পাস্তোরে ও এনজো পেরেজ।
ফরোয়ার্ড: অ্যাঙ্গেল কোরেয়া, পাওলো দিবালা, নিকোলাস গাইতান, গঞ্জালো হিগুয়েইন, এজেকুয়েল লাভেজ্জি ও কার্লোস তেভেজ।