চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ৫:০৫:৩৮,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৩০৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: গ্রিসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগে আয়াক্স ও এইকে অ্যাথেন্সের ম্যাচের আগে স্টেডিয়ামে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় গ্রিসের অলিম্পিক স্টেডিয়ামে। আর স্বাগতিক দর্শকরা ডাচ ক্লাব আয়াক্সের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া পুলিশও আয়াক্সের সমর্থকদের ওপর আক্রমণ করেছে এমন কিছু ছবি পাওয়া গেছে।
এই সংঘর্সে বেশ কিছু সমর্থক আহত হয়েছেন। তাদের নাক-মুখ দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। এছাড়া পেট্টোল বোমা বিস্ফোরণের কারণে স্টেডিয়ামে ছোট-খাটো অগ্নিকান্ড হতে দেখা যায়। এরপর এক সময় আয়াক্স ডিফেন্ডার মাঠে প্রবেশ করে সমর্থকদের মাথা ঠান্ডা করার অনুরোধ করেন। পরে অবশ্য পুলিশ বিক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতে সমর্থ হয় এবং ম্যাচ মাঠে গড়ায়।
এরপর ম্যাচের প্রথমার্ধ শেষে আবার হট্টগোল দেখা দেয় মাঠে। প্রথমার্ধের বিরতীর সময় স্টেডিয়ামে বাজি ফাটতে শুরু করে। দু’দলেই খেলোয়াড়দের চোখে ধোঁয়া ঢুকতেই তারা দৌড়ে নিরাপদে চলে যায়। তবে শেষ পর্যন্ত আয়াক্স ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। এইকে অ্যাথেন্সকে হারিয়েছে ২-০ গোলে। এই জয়ে ২০০৫ সালের পর আবার শেষ ষোলোয় উঠলো আয়াক্স।