ঢাকা টেস্টে যত রেকর্ড
প্রকাশিত হয়েছে : ৪:১৭:১৪,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৩০২ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে টাইগাররা। এ পথে অসংখ্য রেকর্ড হয়েছে।
* ৪ বছর পর টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। সবশেষ ২০১৪/১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। রোডেশিয়ানদের ধবলধোলাই করার পর ওয়েস্ট ইন্ডিজকেও ২ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করল তারা।
* ঢাকা টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এটিই স্বাগতিকদের প্রথম ইনিংস ব্যবধানে জয়। সবচেয়ে বড় জয়ও। এর আগে সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিল ২২৬ রানে। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ ব্যবধানে জেতে তারা।
* প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ১১১ রানে অলআউট হয় উইন্ডিজ। ফলে ফলোঅনে পড়ে অতিথিরা। এ নিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলোঅনে পাঠালো টাইগাররা।
* প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে কোনো দলের প্রত্যেক ব্যাটসম্যানের দুই অঙ্কের রান করার নজির আছে ১৪বার। এর মানে ১১ জন ব্যাটসম্যানই কমপক্ষে ১০ রান করেছে। এ টেস্টে তা-ই করে দেখিয়েছে বাংলাদেশ।
* ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড আউট হন। এ নিয়ে ক্রিকেটের আদি ফরম্যাটের ইতিহাসে এ ঘটনা ঘটনা ঘটলো তৃতীয়বার। সবশেষ ১৮৯০ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম ৫ ব্যাটসম্যানই সরাসরি বোল্ড আউট হন।
* এ টেস্টে বাংলাদেশের ৯৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে সাদমান ইসলামের। ক্যারিয়ারের প্রথম ইনিংসে ১৯৯ বলে ৭৬ রান করেন তিনি। ফলে অভিষেকে সবচেয়ে বেশি বল খেলা ওপেনিং ব্যাটসম্যান বনে গেছেন।