চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সিলেটের মেয়ে মিস ওয়ার্ল্ড সালওয়া
প্রকাশিত হয়েছে : ৯:৫০:১৯,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৯০৭ বার পঠিত
আশিকুর রহমানঃ২০১৮ সালে দেশের শোবিজ অঙ্গনে যে কটি সম্ভাবনাময় চেহারা উঁকি দিয়েছিল তাঁদের মধ্যে একজন হচ্ছেন সিলেটের বিয়ানীবাজারের মেয়ে নিশাত নাওয়ার সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মঞ্চে চেহারার ঝলকানি দেখিয়েছিলেন। সৃষ্টি করেছিলেন মুকুট জয়ের, কিন্তু শেষ মুহূর্তের ঘোষণায় প্রথম রানার আপ তকমা নিয়েই সন্তুষ্টচিত্তে মঞ্চ ত্যাগ করেন।
এ বিষয়ে অবশ্য সালওয়ার বলেন , ‘আসলে প্রথম রানার আপ হয়েছি বলে আমার বিন্দুমাত্র মন খারাপ হয়নি, ফলাফল অনেক কিছুই হতে পারত। ঐশী চ্যাম্পিয়ন হয়েছে এতেও কেন জানি আমি আনন্দিত।’
আত্মবিশ্বাসী সালওয়া জেনেছিলেন তিনি যদি যোগ্য হন তবে চলতে পারবেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সে পথ অনেকটাই মসৃণ করে দিয়েছে। অবশেষে নিশাত নাওয়ার সালওয়া’র বিশ্বাস সত্য হয়েছে। ডাক পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রে। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যয়নরত সালওয়ার।
‘রাজকন্যা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচালক রাজু চৌধুরীর সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন সালওয়া
নিশাত নাওয়ার সালওয়া আরো বলেন, ‘খুব বেশি অভিজ্ঞতা নেই। কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপন, ইমরান ও তাহসানের মিউজিক ভিডিওতে কাজ করেছি। চলচ্চিত্রে কাজ করব এমন ইচ্ছে ছিল, প্রস্তাব পেয়ে সোমবার সন্ধ্যায় গল্প শুনেছি, প্রিরেকর্ড গান শুনেছি- আমার ভালো লেগেছে। মঙ্গলবার সন্ধ্যায় চুক্তিবদ্ধ হই।’
নির্মাতা রাজু চৌধুরী বলেন, ‘আমরা প্রায় আশি-নব্বই দশকের একটি গল্পকে আধুনিকতার মোড়কে মুড়ে প্রেজেন্ট করতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে এমন একটা মুখ খুঁজছিলাম, যেখানে আভিজাত্যের একটা ছাপ পাওয়া যাবে। সালওয়ার মধ্যে সে বিষয়টি পেয়েছি। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু হতে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা ছবিটি প্রথমে ঢাকার বেশকিছু ভালো সিনেমা হলে মুক্তি দেব, যার মধ্যে সিনেপ্লেক্স ব্লকবাস্টার থাকবে। আমরা পরিকল্পনা করেই কাজ শুরু করতে যাচ্ছি। ছবির নায়ক কে- তা দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে।’
প্রসঙ্গত, সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামের মেয়ে সালওয়া। স্রোতস্বীনি সোনাইয়ের তীরে বেড়ে ওঠা কানলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা রফিকুল ইসলাম বাদল বাংলাদেশ সরকারের জেনারেল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক।