টেস্ট র্যাংকিংয়ে পয়েন্ট হারালো বাংলাদেশ! দেখে নিন, ১০টি দেশের অবস্থান
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:৪৮,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৩২৮ বার পঠিত
স্পোর্টস আপডেট ডেস্ক – বাংলাদেশের সামনে দারুণ একটা সুযোগ ছিল, টেস্ট র্যাংকিংয়ে আট নম্বরে উঠে আসার। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই র্যাংকিংয়ে এই উন্নতিটা হতো। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সাকিব-তামিমরা। সফরে টানা দুই টেস্ট হেরে খুইয়েছে তিন রেটিং পয়েন্ট।
বিদেশের মাটিতে বাংলাদেশ যে দুর্বল সেটা ফের দেখা গেলো। ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬২। অবশ্য সিরিজ শুরুর আগে পয়েন্ট ছিল ৬৫। পয়েন্ট কমলেও নবম স্থানেই আছে র্যাংকিং। বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৯। আর মাত্র ৫ রেটিং পয়েন্ট নিয়ে তলানিতে আছে জিম্বাবুয়ে।
টেস্ট র্যাংকিংয়ে নবম স্থানে থাকলেও ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান সপ্তম, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে।
এ দুটি ম্যাচ জিতে দুই রেটিং পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ডের রেটিং বেড়ে হয়েছে ৯৮। র্যাংকিংয়েও ওপরে উঠেছে তারা, পাঁচ নম্বরে। ৯৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান ছয় নম্বরে নেমেছে। তাদের ঠিক পেছনেই আছে শ্রীলঙ্কা (৯৬)।
টেস্টে ১২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। তাদের পরই অস্ট্রেলিয়া (১০৯) ও দক্ষিণ আফ্রিকার (১০৭) অবস্থান। আর চার নম্বরে ইংল্যান্ড (১০১)।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ পর আইসিসি টেস্ট র্যাংকিং (২৩ জানুয়ারী ২০১৭)
১. ভারত ১২০
২. অস্ট্রেলিয়া ১০৯
৩. দক্ষিণ আফ্রিকা ১০৭
৪. ইংল্যান্ড ১০১
৫. নিউজিল্যান্ড ৯৮(+২)
৬. পাকিস্তান ৯৭
৭. শ্রীলঙ্কা ৯৬
৮. ওয়েস্ট ইন্ডিজ ৬৯
৯. বাংলাদেশ ৬২(-৩)
১০.জিম্বাবুয়ে ০৫