লিভারপুলের দুঃস্বপ্নের রাত
প্রকাশিত হয়েছে : ১০:২৫:৩৯,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৩১৫ বার পঠিত
ক্রীড়া প্রতিবেদক,
ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার এফএ কাপ জয়ের স্বপ্নও শেষ হয়ে গেল লিভারপুলের। চতুর্থ রাউন্ডে ঘরের মাঠে দ্বিতীয় সারির দল উলভারহ্যামটন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিল অল রেডসরা।
অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। প্রথম মিনিটে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন রিচার্ড স্টিয়ারম্যান। বিরতিতে যাওয়ার আগে আন্দ্রে ওয়েম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করে ওয়ান্ডারার্স।
২-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে স্বাগতিকরা। কিন্তু কিছুতেই গোলের সুযোগ তৈরি করতে পারে না দলটি।
শেষ মুহূর্তে ওরিজির গোলে ব্যবধান কমায় লিভারপুল। তাতে অবশ্য হার এড়াতে পারেনি। নির্ধারিত সময় আর কোনো গোল করতে পারেনি দলটি। যে কারণে ২-১ গোলে হেরে ছিটকে যায় লিভারপুল।
এ নিয়ে ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল ক্লপের ছাত্ররা। এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে সোয়ানসি সিটি ও লিগ কাপের সেমিতে সাউথ্যাম্পটনের পরাজিত হয়েছিল লিভারপুল।