বাংলাদেশের ছয় সোনা
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:১৭,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৫১৮ বার পঠিত
এককে হীরা মনি ও দলগত বিভাগের সবকটিসহ ছয়টি সোনা জিতে বাংলাদেশের আর্চাররা গতকাল সোমবার শেষ হওয়া প্রথম ‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব দেখালো। বাংলাদেশ দল ছয়টি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জসহ মোট নয়টি পদক জিতেছে।
বাংলাদেশে অনুষ্ঠিত সবচাইতে বড় আন্তর্জাতিক উত্সবে রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে একক, দলীয় ও মিশ্র দলীয় বিভাগে নয়টি স্বর্ণ পদকের জন্য লড়াই করে ১৪টি দেশ। অপর তিনটি সোনার পদক জেতে সৌদি আরব, মালয়েশিয়া ও ইরাক। ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) প্রথমবারের মতো আর্চারির এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করে এবং এটি আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ।
প্রাপ্ত সাফল্যের মধ্যে এককের একমাত্র সোনার পদকটি জেতেন হীরা মনি। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল শেষ দিনে মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে তিনি আজারবাইজানের রামোজামোভাকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে সোনা জয়ের সূচনা করেন।
হীরা নিজের প্রথম আন্তর্জাতিক সাফল্যের পর বলেন, ‘জাতীয় পর্যায়ে এর আগে রুপা জেতা ছিল সর্বোচ্চ প্রাপ্তি। এসএ গেমসেও খেলেছি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কোনো সাফল্য ছিল না। এটাই প্রথম সাফল্য। দারুণ লাগছে। দেশের জন্য কিছু করতে পারায় ভালো লাগাটা আরও বেশি।’