দুবাই কেয়ারের বিশেষ র্যালিতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহন ।
প্রকাশিত হয়েছে : ৭:২২:৫৬,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৪৭৮ বার পঠিত
দুবাই কেয়ারের বিশেষ র্যালিতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহন ।
ইয়াসিন মামুন (দুবাই)_ বিশ্বের ৪৪ টি দেশের সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের সাহায্যার্থে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কেয়ারস (Dubai Cares) প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে ‘ওয়াক ফর এডুকেশন’ নামে বিশেষ র্যালি। দুবাই কেয়ার বিগত ৯ বছর থেকে ওয়াক ফর এডুকেশনের র্যালির আয়োজন করে আসছে।
শুক্রবার দুবাই ক্রিক পার্কের এক ননাম্বর গেটে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত ৪৫ মিনিটের এ বিশেষে র্যালিতে আমিরাতের প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন টিম বাংলাদেশের ব্যানারে লাল সবুজ পতাকা সহ দুবাই কেয়ারস এর টি-শার্ট ও পরিধান করে র্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশের প্রায় আট হাজার নাগরিক।
র্যালিতে অংশগ্রহণকারী সকলের কাছ থেকে ৩০ দেরহাম করে নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের থেকে অর্জিত অর্থ বাংলাদেশসহ ৪৪ টি দেশের ১৬ মিলিয়ন সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের সাহায্যার্থে ব্যয় করবে দুবাই কেয়ারস।
‘ওয়াক ফর এডুকেশন’ এ টিম বাংলাদেশের হয়ে অংশগ্রহণকারী শেখ তাওহীদ বলেন, ‘মানুষ মানুষের জন্য তাইতো আমরা বাংলাদেশের পক্ষ থেকে দুবাই কেয়ারের মহৎ উদ্যোগকে সমর্থন জানাতে আমরা অংশগ্রহণ করেছি। আজকের র্যালিতে অংশগ্রণের মূল কারণ হচ্ছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুরাও আর্থিক সহযোগিতা পাবে। জাহিরুল ইসলাম মজুমদার নামের আরেক অংশগ্রহণকারী বলেন, আমাদের অংশগ্রহণের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের দুবাই কেয়ারের নজরে আনা। আমাদের উপস্থিতির মাধ্যমে জানান দিয়েছি, তাদের(দুবাইয়ের) মহৎ কাজকে প্রবাসী বাংলাদেশিরা ভাল ভাবেই গ্রহণ করে। তাছাড়া দুবাই কেয়ার বাংলাদেশে ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করছে তাই এতে অংশ গ্রহনের চেষ্টা করি।
ওয়াক ফর এডুকেশনে টিমের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আব্দুল্লাহ আল শাহীন, মোহাম্মদ ইসমাইল, কাজী ইসমাইল,কাইসার হামিদ, রুবেল, জুয়েল, সাইদুল, ইয়াসিন, আমিনুল, ছোটন, রাসেল, মাহবুব, সেলিমসহ অনেকেই অংশগ্রহণ করেন।