তিব্বতের নারী ফুটবল দলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
প্রকাশিত হয়েছে : ৬:০০:৩৬,অপরাহ্ন ০২ মার্চ ২০১৭ | সংবাদটি ২৯০ বার পঠিত
খেলাধুলা ডেস্ক:: তিব্বতের নারী ফুটবল দলের সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হয়নি বলে তারা অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠেয় একটি ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে তারা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিল।
যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার মতো ‘গ্রহণযোগ্য কোন কারণ নেই’ বলে মার্কিন দূতাবাস থেকে তাদেরকে জানানো হয়েছে। নারী ফুটবল দলটির অধিকাংশ খেলোয়াড় শরণার্থী হিসেবে ভারতে বাস করছে। তারা দিল্লির মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন জানায়। ট্রাম্প প্রশাসন সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে তিব্বত ও ভারতীয় নাগরিকরা এই তালিকার বাইরে।
তিব্বত নারী ফুটবল দলের নির্বাহী পরিচালক ও মার্কিন নাগরিক ক্যাসি চিল্ডার্স জানান, ২৪ ফেব্রুয়ারি দূতাবাসে ভিসা লাভের জন্য ১৬ জন খেলোয়াড় সাক্ষাতকার দেন। তিনি তাদের সঙ্গে ছিলেন। তার দেশের নারী ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা আবেদন প্রত্যাখ্যান করায় তিনি ‘লজ্জিত’।
যদিও এই ভিসা না দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কোন ভাবেই দায়ী নয় বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘তিব্বতের নাগরিকরা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন এই আশঙ্কায় মার্কিন কর্মকর্তারা সাধারণত তাদেরকে ভিসা দেন না। তাই তারা ভিসা পাবে না বলে আমার আশঙ্কা ছিল।’ এএফপি।