দিতি আজ দেশে ফিরছেন
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:৪৮,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২০ বার পঠিত
দীর্ঘ ৫০ দিন পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিতি। আজ বিকালে চেন্নাই থেকে তিনি ঢাকায় ফিরবেন। গত ২৫শে জুলাই দিতি চেন্নাই গিয়েছিলেন, ব্রেন টিউমারের অপারেশন করাতে। ২৭শে জুলাই চেন্নাইর মাউন্ট হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অপারেশন সফল হওয়ার পর দিতি চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে ছিলেন। বিশ্রাম শেষে পুত্র প্রান্ত ও কন্যা সামিয়ার সঙ্গে দেশে ফিরছেন আজ। ১৯৮৪ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের প্রথম কার্যক্রম থেকে নায়িকা হিসেবে আবিষ্কার হয়ে প্রতিষ্ঠিত হয়েছিলেন দিতি।
এবারের ঈদে তার অভিনীত ‘রাজাবাবু’ দ্য পাওয়ার ছবিটি মুক্তি পাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর সুস্থতায় তার পরিবারসহ চলচ্চিত্রাঙ্গেনের সকলের মাঝে স্বস্তি নেমে এসেছে।