ললিত মোদির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশিত হয়েছে : ৯:০৯:১৬,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪১৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
আইপিএল দুর্নীতিতে বিতর্কিত ললিত মোদির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের আদালত। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন ললিত মোদি। গতকাল মুম্বইয়ের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ খবর দিয়েছে এনডিটিভি। আইপিএলে অর্থ কেলেঙ্কারি নিয়ে তার বিরুদ্ধে আদালতে অর্থপাচারের মামলা রয়েছে। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন একাধিক বিজেপি নেতার সঙ্গে তার যোগসূত্রের বিষয়টি সামনে আসার পর নতুন করে আলোচনায় আসেন ললিত মোদি। কর ফাঁকি, অর্থ পাচারের অভিযোগের মুখে দেশ ছাড়েন তিনি। এরপর থেকে ভারতে ফেরত আসতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এর পেছনে কারণ হিসেবে আন্ডারওয়ার্ল্ড থেকে হত্যার হুমকি এসেছে বলে তিনি দাবি করেন। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি সূত্র জানিয়েছেন, আদালতের আদেশকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা ইউইকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ইন্টারপোলে পাঠাতে পারে।