মায়ের কোলে গুলিবিদ্ধ শিশুটি
প্রকাশিত হয়েছে : ১০:০৫:২২,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪১৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
১২ দিন পর মায়ের কোলে উঠেছে মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয়ে ভূমিষ্ঠ শিশু সুরাইয়া। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে তার মা নাজমার কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. আশরাফুল ইসলাম কাজল। শিশু সার্জারি বিভাগের এই অধ্যাপক বলেন, দুপুরে শিশুটিকে মায়ের কোলে দেয়া হয়। মা কিছুক্ষণ বুকের দুধও খাওয়ান তাকে। এর আগের দিন চিকিৎসকরা জানিয়েছিলেন, শিশুটির অবস্থা উন্নতির দিকে। ওই দিনই তার বাবা বাচ্চু ভুঁইয়া জানিয়েছিলেন, শিশুটির নাম সুরাইয়া রাখা হয়েছে। গত ২৩শে জুলাই আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা। ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভে গুলিবিদ্ধ শিশুটিকে ভূমিষ্ঠ করা হয়। পরে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলেও মা ছিলেন মাগুরায়। কয়েক দিন আগে নাজমাকেও ঢাকায় আনা হয়। হাসপাতালে নাজমা ওয়ার্ডে রয়েছেন। শিশুটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রয়েছে। চিকিৎসকরা জানান, দুপুরে নাজমাকে শিশুটির কাছে নেয়া হয়।