৬০ বছর ধরে ৯১ বছর বয়সী নারীর গর্ভে ‘ভ্রূণ’
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:২৯,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪২৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
৯১ বছর বয়সী এসটেলা মেলেন্ডেজ। পেটে বিশাল টিউমার। তা আরও বড় হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্প্রতি এক্স-রে করতে পাঠালেন তাকে। এসটেলা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি যে তিনি কখনও অন্তঃসত্ত্বা হয়েছিলেন। তার গর্ভে প্রকৃতপক্ষে একটি ভ্রূণ অত্যন্ত ধীরগতিতে বিকশিত হচ্ছে। দীর্ঘ ৬ দশক তিনি তার পেটে ভ্রূণটি ধারণ করে আছেন। অথচ, বিষয়টি কখনও ধরা পড়েনি। চিলির লা বোকায় ঘটে গেলো আশ্চর্যজনক এ ঘটনা। সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, চিকিৎসক আমাকে বলেছিলেন আমার টিউমার ছিল এবং আমার দেহে অস্ত্রোপচার প্রয়োজন। ৭৪ বছর আগে ম্যানুয়েল গনজালেজের সঙ্গে এসটেলার বিয়ে হয়েছে। কিন্তু, ম্যানুয়েল-এসটেলা দম্পতি ছিলেন নিঃসন্তান। আর, এজন্য বেশ কষ্ট পেয়েছেন তারা। গত জানুয়ারিতে ৯১ বছর বয়সে ম্যানুয়েল মৃত্যুবরণ করেন। এদিকে ভ্রূণের বিষয়টি শনাক্ত হওয়ার পর এসটেলার বারবার মনে পড়ছে পুরনো দিনের কথা যখন তার স্বামী বেঁচে ছিলেন এবং তারা একটি সন্তান চেয়েছিলেন। চিকিৎসকেরা ভ্রূণটি অপসারণের কথা ভাবছেন না। কারণ, ৯১ বছর বয়সী কোন নারীর দেহে অস্ত্রোপচার ভীষণ ঝুঁকিপূর্ণ হবে। এসটেলার শারীরিক অবস্থা বুঝেই ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন বিশেষজ্ঞরা।