আমির খানের বিরুদ্ধে এফআইআর
প্রকাশিত হয়েছে : ১০:০৯:০৪,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৫২৩ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
বলিউড তারকা আমির খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চন্ডীগড় থানায় হরমন এস সাধু নামের এক এনজিও কর্মকর্তা আমিরের বিরুদ্ধে জাতীয় প্রতীকের অবমাননার অভিযোগ তুলে এই এফআইআর দায়ের করেছেন। এতে সাধু বলেছেন, ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে আমির জাতীয় প্রতীক কোন উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করেছেন। এমনকি এর সাহায্যে তিনি মানুষকে বোকা বানিয়ে বিপুল পরিমান অর্থও উপার্জন করছেন। আমির ছাড়াও এই অনুষ্ঠানের নির্মাতা ও দিল্লীর এক সেচ্ছাসেবী সংস্থা সেভ লাইফ ফাউন্ডেশনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করার দাবি করেছেন সাধু। জাতীয় প্রতীকের অপপ্রয়োগ করার অভিযোগে এর আগেও আমিরের বিরুদ্ধে মামলা হয়। গেল বছর বিষয়টি নিয়ে বেশ বিপাকেও পড়ে যান আমির। তবে ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানটি বন্ধ হয়নি কখনোই।