বিয়ে করছেন সাগর-শম্পা
প্রকাশিত হয়েছে : ১০:১২:৫৪,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৯৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
পর্দায় তাদের রসায়ন দেখেছেন অনেকেই। কিন্তু বাস্তব জীবনে যে তারা সত্যিকারের প্রেমিকজুটি সেটা হয়তো অনেকেরই অজানা। বলা হচ্ছে সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগীতা বিজয়ী শম্পা ও সাগরের কথা। ছবিতে অভিনেয়র পাশাপাশি প্রেমও করে গেছেন তারা। তবে এই ফ্রেমে বন্দি থাকতে চান না। প্রণয়টা এবার বিয়েতে পরিণত করা দরকার। আর তাই সে কাজটিও করতে যাচ্ছেন এই অভিনয়শিল্পী। আগামী ১৫ই আগস্ট এক হয়ে যাবে সাগর-শম্পার চার হাত। পারিবারিকভাবেই বিয়েটা হচ্ছে। বিয়ে হবে শম্পার গ্রামের বাড়ি ময়মনসিংহে। সাগর ও শম্পা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছেন। দুজনই এনটিভির ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। একই বছরে, ২০০৯ সালের প্রতিযোগী ছিলেন তারা। সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে সেখান থেকেই। তারপর তারা জুটি হয়ে ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’, ‘এক্সকিউজ মি’, ‘ওয়ান ওয়ে রোড’- এই চারটি ছবিতে অভিনয়ও করেছেন। কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাভ ইউ প্রিয়া’।