ওয়াশিংটনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গাড়িওয়ালা’
প্রকাশিত হয়েছে : ১০:২১:১০,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৬৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অষ্টম কলম্বিয়া জর্জ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ৬ই আগস্ট থেকে শুরু হয়েছে এ উৎসব। চলবে ১৬ই আগস্ট পর্যন্ত। ১০ দিনব্যাপী এ উৎসবে আজ ‘গাড়িওয়ালা’ প্রদর্শিত হবে। ‘গাড়িওয়ালা’ দুই ভাই এবং তাদের মায়ের গল্প। গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ্য পুরুষ হয়ে ওঠার গল্প, তারা প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাথা…।