নিউ ইয়র্কে রোমানার বিয়ে আজ
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৫৭,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৪২ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
প্রায় এক বছর ধরেই মার্কিন মুল্লুকে গিয়ে স্থায়ী হয়েছেন টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রোমানা। সেখানে গিয়ে নতুন করে সংসার করার চিন্তা করেন তিনি। আর সেটা বাস্তবে রূপও দিচ্ছেন। আজ নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে সেখানকার প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। বিয়ের এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা একসময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস ও তার স্ত্রী প্রিয়া ডায়েসের। তারা এখন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। পাশাপাশি মডেল-অভিনেত্রী মিলা হোসেনেরও আসার কথা এ বিয়ের আয়োজনে। আর রোমানার প্রবাসী আত্মীয়-স্বজনরা তো থাকছেনই। এদিকে গত ৬ই আগস্ট ছিল রোমানা-এলিনের হলুদ অনুষ্ঠান। এতেও টনি-প্রিয়া দম্পতি ও মিলা হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোমানার এটি তৃতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয় জনপ্রিয় উপস্থাপক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা আনজাম মাসুদের সঙ্গে। খুব বেশি দিন টেকেনি সে সংসার। বিচ্ছেদের পর সাজ্জাদ নামের আরেক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি। অন্যদিকে এলিন রহমানের এটি দ্বিতীয় বিয়ে।