মৌলভীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:২২:৩০,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৭৮ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি শামছুন নাহার জলি :
মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় কামাল মিয়া (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিমুল আহমদ (২৬) নামে অপর এক আরাহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) রাতে ওই সড়কের বেঙ্গল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালক ইসরাফিল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।
নিহত কামাল মিয়া ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর এলাকা জামাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে মৌলভীবাজার শহরের বনবীথি এলাকায় বসবাস করে আসছে বলে পুলে পুলিশ জানায়।
আহত শিমুলকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কামাল ও শিমুল মিয়া মৌলভীবাজার শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ে শহরে যাচ্ছিলো। পথে বেঙ্গল কমিনিউটি সেন্টারে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক মোরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই কামাল মিয়ার মৃত্যু হয়। এসময় চালক শিমুল মিয়া গুরুতর আহত হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও চালকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।