কেয়ার ফিরে আসা

বিনোদন ডেস্ক :
411সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবি দিয়ে দারুণভাবে কামব্যাক করলেন সুন্দরী সুঅভিনেত্রী কেয়া। লম্বা বিরতির পর তার নতুনরূপে সিনেমায় প্রত্যাবর্তন দর্শকদের মন জয় করেছে। অধিকাংশ দর্শকের কাছে কেয়া হাজির হয়েছেন নতুন নায়িকা হিসেবে। ব্যবসাসফল এ ছবির মুক্তির প্রথম দিন বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে সরাসরি উপস্থিত হয়েছিলেন কেয়া। দর্শকরা উচ্ছ্বাস ভরে কেয়াকে গ্রহণ করেছেন। অভিনয়ের প্রশংসা করেছেন, সিনেমার নতুন অনেক দর্শক কেয়াকে নতুন নায়িকা মনে করে তার নামও জানতে চেয়েছেন। বিষয়টি কেয়া খুবই উপভোগ করেছেন। নতুন প্রযোজনা সংস্থা মুভি প্লানেট মাল্টিমিডিয়া প্রযোজিত পরিবেশিত ‘ব্ল্যাকমানি’ ছবিতে গল্প অনুযায়ী নতুনরূপেই বেশ চমক নিয়ে পর্দায় এসেছেন কেয়া। আগের কেয়ার সঙ্গে এই কেয়ার যেন বিস্তর ফারাক। গ্ল্যামার, অভিনয় দুটো মিলিয়ে অতীতের কেয়াকে ছাড়িয়ে গেছেন ‘ব্ল্যাকমানি’র কেয়া। দর্শকদের ভালবাসায় ধন্য হয়েছে ‘ব্ল্যাকমানি’। চলচ্চিত্রের পাশাপাশি নতুন আশা জেগেছে কেয়ার মধ্যেও। এরই মধ্যে অনেক পরিচালক যোগাযোগ করেছেন নতুন ছবির অফার নিয়ে। কেয়া পরিচালকদের ডাকে সাড়া দিচ্ছেন। কিছু দিনের মধ্যেই বেশ কয়েকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে যাবেন বলে আশা করছেন তিনি। কেয়া বলেন, বলা যায় অনেক দিন পর সম্পূর্ণ একটি বাণিজ্যিক ছবি নিয়ে দর্শকদের সামনে এসেছি। মাঝখানে নায়করাজ রাজ্জাকের আয়না কাহিনী ছবিটি ছিল। কিন্তু আমার অভিনয় জীবনে এই প্রথম একসঙ্গে ৮৪টি প্রেক্ষাগৃহে কোন ছবি মুক্তি পেয়েছে। তিনি বলেন, ‘ব্ল্যাকমানি’ ছবিটি নতুন এক কেয়াকে জন্ম দিয়েছে। দর্শকদের ভালবাসায় ধন্য আমি। কৃতজ্ঞ মুভি প্লানেট মাল্টিমিডিয়া এবং পুরো ‘ব্ল্যাকমানি’ টিমের কাছে। আমার বিশ্বাস তাদের নতুন কেয়া চলচ্চিত্র শিল্পকে ভাল কিছু দিতে পারবে। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।

সংবাদটি শেয়ার করুন

K. A. Rahim Sablu