কণ্ঠশিল্পী বেবী নাজনীন আটক
প্রকাশিত হয়েছে : ৮:২৩:৪৩,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৫৩৩ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৭টা ৫৫ মিনিটে তাকে আটক করা হয়।
এর আগে সাড়ে ৭টায় খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে কার্যালয়ের সামনে যান তিনি। কিন্তু দীর্ঘ ৩০ মিনিটের বেশি সময় অপেক্ষা করলেও খাবার নিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ।
এ সময় তিনি প্রশাসনের লোকজনকে অনুরোধ করে বলেন, ‘আমি মায়ের জন্য স্যুপ নিয়ে এসেছি। উনি না খেয়ে আছেন, অসুস্থ আছেন, উনাকে খাওয়াতে চাই। আমি রাজনৈতিক কোনো কারণে আসিনি। আমি মেয়ে হিসেবে উনার কাছে এসেছি।’
আবেগজড়িত কণ্ঠে বেবী নাজনীন বলেন, ‘প্লিজ আমাকে ভেতরে যেতে দিন। মাকে স্যুপ খাইয়ে চলে যাব।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে শিল্পী বানিয়েছেন, আপনারা চাইলে আমি আপনাদের গান শোনাই, আমি জাতিকে প্রণাম করি। প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাকে যাওয়ার সুযোগ দিন।’